Moto G6 Plus-এ নুতুন কি কি পাবেন দেখুন এবং কিনুন
Motorola ভারতের বাজারে নিয়ে আসছে নুতুন স্মার্টফোন। খুব তারাতারি ভারতীয় বাজারে Motorola "Moto G6 Plus" স্মার্টফোন নিয়ে আসছে। এর আগে ব্রাজিলে এর ফোন মুক্তি পেয়েছে।
Moto G6 Plus-এর দাম
অনলাইনে এই ফোনটি কিনুনঃ (ভারতে মুক্তি পেলেই এখান থেকে কিনতে পাবেন)
Moto G6 Plus-কে আন্তর্জাতিক বাজারে এই ফোনের মূল্য ২৯৯ ইউরো নির্ধারণ করা হয়েছিলো যা ভারতীয় টাকায় (২৪,৩৫০ রুপি)। এই ফোনের দাম কত টাকা ভারতে নির্ধারন করা হবে এই মুহুর্তে এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না।
Moto G6 Plus ফিচার
ডিসপ্লেঃ ৫.৯৩ ইঞ্চি ফুল এইচ.ডি ডিসপ্লে+(১০৮০x২১৬০)
ক্যামেরাঃ ৭৮-ডিগ্রি লেন্সের সাথে ১২ মেগাপিক্সেল প্রাইমারী এবং ১২ মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাবেন।
মেমোরিঃ ৪ জিবি র্যাম, ৬৪ জিবি ইনবিউল্ড মেমোরি, এবং ১২৮ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।
ব্যাটারিঃ ৩২০০ এম এইচ।
ওজনঃ ১৬৫ গ্রাম।
Post a Comment