Header Ads

আপনার Whatsapp সুরক্ষিত করুন এখনি, নইলে বিপদ



এবার Whatsapp খুলতে লাগবে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ ঠিক শুনেছেন। এবার থেকে Whatsapp খুলতে লাগবে ফিঙ্গারপ্রিন্ট। Whatsapp এক তথ্য প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে যে এখন থেকে Whatsapp চালাতে গেলে লাগবে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশান এবং ফেসিয়াল রেকগজেশান।

Whatsapp ব্যাবহারকারিদের সুরক্ষার কথা ভেবে এই ফিচাস চালু করা হবে বলে জানানো হয়েছে।
এই ফিচার প্রথমে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজার্সদের জন্য আসছে বলে জানানো হয়েছে।
এই ফিচারের পরিক্ষা ইতিমধ্যেই সফল হয়েছে।

এই ফিচারের সুভিধা

১. এই ফিচারের ফলে আপনার whatsapp অনেক সুরক্ষিত হয়ে যাবে।
২. এই ফিচারের ফলে আপনার Whatsapp এর বার্তাগুলি সুরক্ষিত হবে।

খুব শীঘ্রই আসছে এই ফিচারটি।

সবথেকে বেশি পছন্দের ফোন

Powered by Blogger.