Mi স্মার্টফোন আপডেট পাঠাবেনা কিছু ফোনে, দেখে নিন আপনি পাবেন কি না।
যারা MI ফোন ব্যাবহার করছেন তাদের জন্য খুব খারাপ খবর। পুরনো MI এর স্মার্টফোনগুলিতে আর আপডেট পাওয়া যাবেনা। আপনি আর আপনার Mi ফোনে অনলাইন আপডেট পাবেন না। তবে এর মধ্যে আছে ২০১৮ সালে রিলিস হওয়া ফোন। বিকল্প হিসাবে আপনি MIUI 11 এর একটি আপডেট খুব তারাতারি পেয়ে যাবেন।
এক নজরে দেখেনিন কোন কোন ফোনে আপডেট পাবেন না
Redmi 6,6A Redmi Y2, Redmi 4, 4A, Note 4, Redmi 3, Redmi Note 3, Redmi Pro।
তবে আপনার যদি আপডেটের প্রয়োজন হয় তবে আপনি সার্ভিস সেন্টার থেকে অফলাইন আপডেট করাতে পারবেন।
দেখুন কিছু মোবাইল
Post a Comment