Header Ads

এবার Whatsapp এ Block যে করুক না কেন Unblock আপনি নিজেই করতে পারবেন, দেখে নিন কিভাবে


বর্তমানে Whats app কে বা ব্যাবহার করেনা। হাতে স্মার্ট ফোন আর সেই ফোনে Whatsapp অবশ্যই। আমাদের দেশে Whatsapp ব্যাবহারকারির সংখ্যা দিন দিন বেরেই চলছে। নিজের আত্মীয় স্বজন বন্ধু হোক বা গফ/বফ সকলের সংযোগ কারি মাধ্যম হল Whatsapp। তাই মাঝে মাঝে মান অভিমান ঝগড়া হয়েই থাকে তারপর শেষে আসে ব্লক তারপর কথাবার্তা বন্ধ। কথা বলার একটাই উপাই যদি মান অভিমান ভেঙ্গে যে ব্লক করেছে সে ব্লক খুলে দেয়। তবে আজ আমি আপনাদের সাথে আজ যে ট্রিকটি শেরার করবো সেটার মাধ্যমে আপনাকে যে কেউ ব্লক করুক না কেন আপনি নিজেই অই ব্লক খুলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক

আপনার যা যা প্রয়োজন হবে

অ্যাকাউন্ট ১ – আপনার নিজের অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট ২ – যে মানুষটি আপনাকে ব্লক করেছে তার অ্যাকাউন্ট
অ্যাকাউন্ট ৩ – মধ্যবর্তী একজন(কাছে দুজনেরই নাম্বার আছে এবং দুজনের দ্বারাই আনব্লক )

Amazon এ এখন বাম্পার সেল চলছে না কিনলেও দেখে আসুন এখনি


আপনাকে যা যা করতে হবে

- সর্বপ্রথম আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
- ডানদিকের উপরে তিনটি ডট দেখতে পাবেন, সেটিতে ট্যাপ করুন ।
- এরপর দেখবেন নিউ গ্রুপ নামের একটি অপশন আসবে, সেটিতে ক্লিক করুন ।
_ নতুন গ্রুপটিতে তৃতীয় ব্যক্তির অ্যাকাউন্ট অর্থাৎ মধ্যবিত্ত ব্যক্তির অ্যাকাউন্ট অ্যাড করুন ।
- এবার গ্রুপটি তৈরি হওয়ার পর গ্রুপের ডানদিকের ওপরে তিনটি ডট দেখতে পাবেন, সেটিতে ট্যাপ করুন।
- গ্রুপ ইনফর্ম নামের একটি অপশন পাবেন, সেটিতে ট্যাপ করুন।
- এবার তৃতীয় ব্যক্তিটিকে অ্যাডমিন হিসেবে নিযুক্ত করুন।
- এবার তৃতীয় ব্যাক্তিটি কে বলুন অ্যাকাউন্ট ২ কে গ্রুপে অ্যাড করতে ।


সবথেকে বেশি পছন্দের ফোন

Powered by Blogger.