Header Ads

মেসেঞ্জারে কিভাবে ম্যাসেজ DELETE FOR EVERYONE করবেন


আগে কাউকে ভুলকরে মেসেঞ্জারে ম্যাসেজ করলে সেটা ছিল বড় বিপদ। এক বছর আগে এটা Whats app এও হত। তারপর গতবছর এক নুতুন ফিচার যোগ হয় Whats app এ এরফলে অনেকে ভুলকরে পাঠানো ম্যাসেজ ডিলিট করা সম্ভব হয়।
বিশেষজ্ঞদের মতে এটা বেশ উপকারী এবং কাজের বলে মনে হয়েছে। তাই এই ফিচারটি এখন মেসেঞ্জারেও যুক্ত হতে হতে চলেছে। আপনি ১০ মিনিটের মধ্যে ডিলিট করতে পারবেন। আপনার মেসেঞ্জারে আপডেট করলেই এই ফিচারটি উপভোগ করতে পারবেন।


১) আপনাকে ১০ মিনিটের মধ্যে ডিলিট করতে হবে।
২) আপনি আপনার মেসেঞ্জারেটি আপডেট করার সাথে সাথেই এই ফিচারটি পেয়ে যাবেন।
৩) মেসেজের উপর চেপে ধরতেই এই অপশনটি পেয়ে যাবেন।
Powered by Blogger.