TikTok এ কিভাবে ফেমাস ভিডিও বানাবে দেখে নাও
আমরা সকলই টিকটক এর সাথে পরিচিত। হাতে স্মার্টফোন আর টিকটক ব্যবহার করেনা এমন ব্যক্তি খুব কমই আছে। যদি না জেনে থাকেন তবে বলে রাখি টিকটক হল নিজের কলা প্রদর্শন করার এক বিশেষ জায়গা। তবে বিশেষ করে এখানে মানুষ ডাবিং অ্যকটিং করে সেলফি ক্যামেরার মাধ্যমে। যে যত ভালো শুটিং করতে পারে তার ভিডিও তত ভালো হয় এবং লাইক শেয়ার পায়।
তবে স্বাভাবিক ভাবে হাত দিয়ে শুটিং করলে অনেক সময় ভিডিও খারাপ হয়ে যায়। তাহলে একটা প্রশ্ন ছলে আসে যে ভালো কিভাবে করবো? আমরা দেখেছি কিছু কিছু মানুষের কোটি কোটি লাইক পরে এবং এতো শেয়ার হয়ে ফেমাস হয়ে যায়। আমি কিভাবে তদের মতো করবো?
তুমি যদি দেখ তারা শুটিং এ কিছু জিনিস ব্যাবহার করে তাই তাদের শুটিঙগুলো খুব সুন্দর হয়। তুমি যদি এসব জিনিস ব্যাবহার কর তবে তুমিও হতে পারবে ফেমাস। আমি নিচে কিছু লিঙ্ক দিয়ে দিলাম যেখানে তুমি এগুলি সবচেয়ে সস্তায় পাবে। তাই দেরি না করে এখনি দেখে আসো। যদি তুমি ফেমাস হতে চাও তবে কিনে নাও এখনি।
১. ট্রাইপডঃ ট্রাইপড অর্থাৎ স্ট্যান্ড যেখানে মোবাইলকে আটকে দিলে মোবাইল আর নড়াচড়া করবে না। আর এটি এতই হালকা এবং এটিকে গুছিয়ে এভাবে ছোটো করা যায় যে যেকোনো জায়গায় নিয়ে জাওয়া সম্ভব।
কিনতে এবং আরও দেখতে এখানে ক্লিক করুন
কিনতে এবং আরও দেখতে এখানে ক্লিক করুন
২. জুমারঃ অর্থাৎ জার দ্বারা জুম করা হয় এটির মাধ্যমে খুব সহজে দূর থেকে সুট করা যায়।
কিনতে এবং আরও দেখতে এখানে ক্লিক করুন
কিনতে এবং আরও দেখতে এখানে ক্লিক করুন
Post a Comment